রায়েল: ইলোহীমের বার্তাবাহক

১৯৭৫ সালের ৭ই অক্টোবরে রায়েল ২য় বার অপ্রত্য়াশিত সাখ্খাত পান এবং এবার তাকে আরো তথ্য় দেয়া হয় যা তিনি তার দ্বিতীয় বইয়ে উল্লেখ করেন , (যা 'ইন্টেলিজেন্ট ডিজাইন' বইয়েরই একটি অংশ)৷ সেই সময় থেকেই রায়েল সমগ্র বিশ্বে সফর শুরু করেন , প্রত্য়েকটি মহাদেশে সেমিনার এবং আলোচনাসভার আয়োজন করেন এবং সেসকল মানুষকে একত্র করেন যারা তাদের সৃষ্টিকারীদের স্বাগত জানাতে ইচ্ছুক ৷ .
তিনি আরো কিছু বই রচনা করেন যেমন - "ইন্দ্রিয় ধ্য়ান" (Sensual Meditation)- যা তার শিখ্খার কেন্দ্রিয় ভাগ , "জেনিওক্রেসি " (Geniocracy)- যা যুক্তি প্রদর্শন করে আরো বেশি বিচখ্খন ব্য়বস্থাপনার পখ্খে , এবং "মানব ক্লোনিং এর পখ্খে হ্য়াঁ বলুন " ( Yes to Human Cloning)- যা ব্য়াখ্য়া করে চিরজীবি হওয়ার সম্ভাবনা এবং একটি সুন্দর ভবিষ্য়তের যা একজন ব্য়াক্তি আশা করে , ধন্য়বাদ বিঞ্গান কে ৷
সারা বছর ধরে রায়েল জনগনের বহুসংখ্য়ক কর্মোদ্য়োগকে উদ্বুদ্ধ করেছেন যেমন - বিদ্য়ালয়ে কনডমের ব্য়াবহারের প্রবর্তন থেকে হস্তমৈথুনের প্রবর্ধন ; সংখ্য়ালঘিষ্ঠদের সমর্থনে বিশ্বব্য়াপী অভিযান চালানো , এই নীতিবাণীতে - " ব্য়াতিক্রমকে সহ্য় করাই যথেষ্ট নয় , ব্য়াতিক্রমকে ভালওবাসতে হবে "(to tolerate differences is not enough, one should love differences) ; 'ক্লোনেইড' প্রতিষ্ঠার মাধ্য়মে মানব ক্লোনিং এর পখ্খে সমর্থন করা; একমাত্র সম্ভাবনা হিসেবে 'জিএমও' (GMO- Geneically Modified Organism) প্রবর্তনের মাধ্য়মে পৃথিবীর সমগ্র মানবজাতির খাদ্য় নিশ্চত করা ;'ক্লিটোরেইড' প্রতিষ্ঠার মাধ্য়মে যেসকল মহিলাদের স্ত্রী অঙ্গের ভগাঙ্কুর কেটে বাদ দেয়া হয়েছিল তা মেরামত করা যাতে তারা পুনরায় ভোগসুখের অভিঞ্গতা লাভ করতে পারেন ; এবং সংযুক্ত রাষ্ট্রের আফ্রিকা বা যুক্ত আফ্রিকা গঠনের জন্য় আফ্রিকার সকল ঐতিহ্য়বাহী নেতাদের একত্র হওয়ার আহ্বান জানান ৷
রায়েল সারা বিশ্বের প্রায় সকল প্রধান টিভি চ্য়ানেল গুলোতে আমন্ত্রিত হয়েছেন -সিএনএন , ফক্স এবং বিবিসি নিউজ এছাড়াও আরো অনুষ্ঠান যেমন - ব্রেকফাস্ট উইথ ফ্রস্ট এবং এন্টারটেইনমেন্ট টুনাইট ইত্য়াদি ৷ বিঞ্গান সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি বর্ণনার উদ্দেশ্য়ে তিনি আমন্ত্রিত হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভায় এবং অতিথি হয়েছিলেন পৃথিবীর অনেক নেতাদের ৷ ২০০০ সালে কঙ্গোর প্রেসিডেন্ট 'ডেনিস স্য়াসু এনগুয়েসো' তাকে আনুষ্ঠানিক ভাবে প্রথম স্বাগত জানান ৷ অনেক শিল্পীরাই তাকে ফ্রান্স এর লেখক 'মাইকেল হুয়েলিবেক' এবং 'হিউ হেফনার' এর সমকখ্খ বলে মনে করেন ৷
পৃথিবীর সকল সভ্য়তাতেই একজন বার্তাবাহকের আবশ্য়কতা আছে , সেটা হতে পারে বৌদ্ধদের ভবিষ্য়ত বুদ্ধ , মানবজাতির ত্রানের উদ্দেশ্য়ে যাঁর আবির্ভাব ঘটবে বলে ইহুদিরা আশা করে- 'ভবিষ্য়ত যিশুখ্রিস্ট' , খ্রিস্টান ধর্ম বিশ্বাস মতে ঈশ্বরের ত্রয়ৈকত্বের তৃতীয় ব্য়াক্তিত্ব - 'পবিত্র আত্মা', এবং অন্য় আরো অনেক নাম যা বলা হয়েছে পৃথিবীব্য়াপী বহু গোষ্ঠীতে ৷ এসকল প্রত্য়াশিত বার্তাবাহকগন , পূর্বের বার্তাবাহকদের মতই সকলকে তুষ্ট করতে নয় বরং এটাই তুলে ধরতে আসবেন যে , আমাদের সৃষ্টিকর্তা আমাদের কাছ থেকে কি প্রত্য়াশা করেন ৷ এটাই রায়েল করে আসছেন ৩০ বছরের অধিক সময় ধরে , অবিশ্রান্তভাবে এটা প্রতিঞ্গা করে যে , সে নিজের অধিকারে কিছুই রাখবেননা কেবল সব কিছুকে উতসর্গ করবেন তার সৃষ্টিকারীদের স্বাগত জানানোর উদ্দেশ্য়ে সেই দূতাবাসটিতে যেটা তারা (ইলোহীমরা) তাকে তৈরী করতে বলেছে ২০৩৫ সালের পূর্বে ৷
[ < পূর্ববর্তী ]